
গাইবান্ধার সাদুল্লাপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার উপজেলার ফরিদপুর ও জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের খাদেম মন্ডলের ছেলে শামীম মিয়ার (৪০) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, শামীম মণ্ডল গাজীপুর জেলার কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপ কোম্পানিতে চাকুরি করছিলেন। সেখানে বৃহস্পতিবার সকালে বাসার ডিস লাইনের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে শামীম মণ্ডল মারা যায়।
অপরদিকে উপজেলার ফরদিপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করে। বৃহস্পতিবার উপজেলার ফরদিপুর ইউনিয়নের উত্তর ফরিদুপর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্বজনরা জানিয়েছেন, জাহিদুল তার বাড়ির পাশের বাগানে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।