
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২টি স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতর নাম আলমাস আলী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা ওই যাত্রীকে আটক করেন। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। এর দাম প্রায় ২ কোটি ২২ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা কাস্টম হাউস জানিয়েছে, হয়, সকাল পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলান্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. আলমাস আলীকে গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জ করা হয়।
এসময় তার ব্যাগ তল্লাশি করে ভেতরে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়।