ভারতের অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত এমন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবরে পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে প্রদেশটির বিজয়ওয়াড়ায় একটি হোটেলে ভয়াবহ এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুণ নেভাতে দমকলবাহিনীর সদস্যরা প্রাণপণ চেষ্টা করছেন।
বিজয়ওয়াদার পুলিশ বার্তা সংস্থা এএনআইকে বলেন, ইতোমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, উদ্ধার করা হয়েছে ৩০ জনকে ।
এএনআই আরও জানিয়েছে, হোটেলটি করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। ৫০ শয্যার ওই হোটেলটিতে অন্তত ৪৫ জন রোগী ভর্তি ছিল।