
কখনও সাজেন পাসপোর্ট অফিসার আবার কখনও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সিল বানিয়ে শনাক্ত করেন। এরকম একটি সংঘবদ্ধ দালালচক্রের ৭ সদস্যকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তাদের কাছ থেকে ডাক্তারের ভুয়া সিল, বেস কিছু পাসপোর্ট, কম্পিউটার মনিটর, পিসি, প্রিন্টার সহ নগদ টাকা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তাদেরকে জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশ থেকে আটক করা হয়। পরে বিকাল সাড়ে ৫ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
আটককৃতরা হলেন, (১) আল আমিন (২) মিলন (৩) মাহমুদুর রহমান (৪) আনিসুজ্জামান রাশেদ (৫) রিয়াদ হোসেন (৬) মেহেদী হাসান এবং (৭) তানজিল।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ অভিযান চলমান থাকবে বলেও জানান জেলা পুলিশের ওই কর্মকর্তা।