গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার চলমান মাদক বিরোধী অভিযানে ৫ বোতল ফেন্সিডিলসহ রাজু খান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক। সে গাজীপুর জেলার কাসিমপুর থানার কাসিমপুর গ্রামের মৃত-শাহ জাহান আলীর ছেলে।
২০ আগস্ট বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন বাগদা ফার্মস্থ নামকস্থানে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনাজপুর হইতে বগুড়া গামী বাস যাহার রেজিঃ নং গাজীপুর-জ-০৪-০৩১৩ তল্লাশি চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ এস আই শফিউর রাজু খানকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, মাদক নিমূলে জিরো টলারেন্সে হাইওয়ে পুলিশ।