বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান অাতাউর রহমান বাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা বেগম, এমপি মহোদয়ের পিএ খায়রুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস আগষ্ট উপলক্ষে ১মিনিট নিরবতা পালন করা হয়।