গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিটরিং অফিসার রেজাউল করিম, ধান, গম ও পাট প্রকল্প, রংপুর।
উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমানের সভাপতিত্বে হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাহান আলী সাজু, কৃষি সম্প্রসারণ অফিসার মুরতোবা আলী মানিক, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজার বৃন্দ, এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি আউশধানের নমুনা শস্য কর্তন করেন এবং গোবিন্দগঞ্জ উপজেলার চলমান কৃষি কার্যক্রম আপদকালীন কমিউনিটি বীজতলাসহ আমন ধানের লাইন, লোগো, পার্চিং পরিদর্শন করেন।