চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৫ আগস্ট ভোরে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল এর নেতৃত্বে একটি টিম মোবাইল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজাহার ইউপির বড়সাও মোড় এলাকা হতে নুরুজ্জামান শেখ (৩৫) পিতা-মৃত সাহেব আলী, সাং আটাপুর (উওর পাড়া) ও জাহাঙ্গীর আলম বাবু (৩৭) পিতা-মৃত আক্কাস আলী মন্ডল, সাং-আটাপুর (দক্ষিণ পাড়া) উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট দ্বয়কে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ আটক করে।
উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২০ হাজার টাকা। আসামিদ্বয় বহনকারী হিসাবে হিলি সিমান্ত এলাকা হতে ফেন্সিডিল গুলি নিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে বগুড়ায় যাচ্ছিলো। আসামিদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।