
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত বকসী সূর্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্ত্তী, মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের গাইবান্ধা সহকারি পরিচালক মো. হামিদুর রহমান, হিন্দু-বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সাংবাদিক ধীরেশ চকবর্ত্তী উজ্জল, গোপাল চন্দ্র পাল, রঞ্জন সাহা, রকি দেব, গণেশ চন্দ্রশীল প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত কল্যাণ পরিষদের উপদেষ্টা কালিপদ মুখার্জী।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন তাঁর বক্তব্যে বলেন, দেশ, জাতি ও সমাজের কল্যাণে শ্রী কৃষ্ণের আদর্শকে অনুসরণ করে সকলে কাজ করলে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারবো।