ইস্তানবুলে অবস্থিত ৪০০ বছর পুরোনো গ্রীক অর্থডক্স চার্চ, যাকে অটোমানদের শাসনামলে মসজিদে রূপ দেয়া হয়, বহু বছর ধরে মসজিদ হিসাবে থাকার পর, যা পরে জাদুঘর হিসাবে খৃস্টান ও মুসলমানদের স্বীকৃতি লাভ করে, সেই জাদুঘরকে আবারো মসজিদে রূপ দিতে তৎপর হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান তবে তাঁর এই সিদ্বান্তে খুশি হতে পারেনি বিশ্ব সমাজ ।
সবচাইতে অসন্তোষ প্রকাশ করেছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, গ্রীস, যার কারণ সহজেই অনুমেয় গ্রীক সরকার তুরস্কের এই সিদ্বান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন লাভের আশায় প্রয়াস নিয়েছে ; তবে ইউরোপ ও পশ্চিমের মিত্ররা গ্রিসের আবেদনে কতটুকু সাড়া দেবে, তা এখনো পরিষ্কার নয় । সূত্র- ভয়েস অব আমেরিকা