
নানা কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৪ জুলাই মঙ্গলবার সকাল থেকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা ও দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ, আলোচনা, দোয়া, ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে সকাল দশটার দিকে ইউনিয়ন জাপার সভাপতি আলহাজ্ব জামিল আহম্মেদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃব্য রাখেন, ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, জাপা নেতা আতাউর রহমান আতা, সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম মধু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আতাউর রহমান আপন, কৃষক পার্টির সভাপতি নুরুজ্জামান, ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক মমিন ও পল্লীবন্ধু পরিষদের ইউনিয়ন আহবায়ক জহুরুল হক প্রমূখ।
বক্তারা বলেন, পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যদিয়ে জনগণের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তাকে জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে।
পরে বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি নুরুল হক। অপরদিকে দহবন্দ ইউনিয়নের জরমনদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রয়াত হুসেই মুহম্মদ এরশাদ’র মৃত্যুবার্ষিকী পালনে ইউনিয়ন জাপার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহুফল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় বক্তৃতা দেন ইউনিয় জাপর সাধারণ সম্পাদক স্বপন কান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ছান্নু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রফিকুল সরকার রফিক ও যুবসংহতির সাধারণ সম্পাদক সুমন মিয়া প্রমূখ। পরে দোয়া অনুষ্ঠান শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা দলীয় কার্যালয় ও বাকী ১৩ ইউনিয়নসহ পৌর সভায় পৃথক পৃথক ভাবে আলোচনা, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।