
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যাদূর্গত ৮৪ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক মো. আবদুল মতিন। ১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বটতলা দাখিল মাদ্রাসা মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়। জিআর বরাদ্দের আওতায় বন্যাদুর্গত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল, চিরা, গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ, ইউপি সদস্য সানোয়ার হোসেন বাবু ও ইউপি সচিব আলতাফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৪৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ১০ মে.টন চাল ও নগদ ৫০ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এখনো পানিবন্দি অনেক পরিবার খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।