
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাব্বি মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৫ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাব্বি মিয়া পৌরসভা হুড়াভায়া খাঁ গ্রামের (ওয়ার্ড নং-৪) হারুন মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, ছেলেকে সঙ্গে নিয়ে ঘটনার দিন সন্ধ্যার আগে হারুন মিস্ত্রি বাড়ি পাশে হুড়াভায়া খাঁ নালায় মাছ ধরতে জাল বসাতে যান। এসময় ছেলেকে নালার উপরে রেখে জাল বসাতে থাকেন। জাল বসানো শেষে ছেলেকে নালার উপরে দেখতে না পেয়ে বাড়িতে গিয়েছে ভেবে বাড়ি ফিরে যান হারুন মিস্ত্রি। পরে বাড়িতে গিয়ে ছেলেকে না পেয়ে অনেক খোঁজা-খুঁজির পর আবার নালায় খুঁজতে যান। এসময় নালায় ছেলের মরদেহ ভাসতে দেখেন এবং থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।