
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে নিখোঁজের একদিন পর ওই নদী থেকেই আলী শেখ (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ২৬ জুলাই রবিবার সকালে সাড়ে ১০ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের নলেয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আলী শেখ ওই গ্রামের হারুন শেখের ছেলে।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আজম মন্ডল জানান, আলী শেখ শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে তার একটি গরুকে গোসল করাতে ওই নদীতে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর গরুটি বাড়ি ফিরে আসলেও, আলী শেখ আর বাড়ি ফেরেননি। এরপর তার খোঁজাখবর করতে থাকে স্বজনরা। তিনি আরও জানান, পরে ওই নদীর পানিতে আলী শেখের ডুবে যাওয়ার সন্দেহে রবিবার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে আলী শেখের লাশ উদ্ধার করেন।