
“মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭) জুলাই উপলক্ষে ২২ জুলাই বুধবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ, সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাদুল্যাপুর মৎস্য বাজারে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।