
বাংলাদেশকে মাদকমুক্ত করার নিমিত্বে মাননীয় আইজিপির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মিলন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা’র সার্বিক তত্বাবধানে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ রজব আলী, এসআই মোঃ মতিউর রহমান, এসআই মোঃ শহিদুল হক সরকার, এএসআই আলমগীর, এএসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স প্রতিদিনের রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ২৫ জুলাই শনিবার সন্ধ্যায় ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া মোড় হইতে ৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।