
গাইবান্ধার ফুলছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘মহামারী কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সু-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেদওয়ান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আক্তারুজ্জামান কাজল, শহিদুল ইসলাম লিটন, ফ্রেন্ডশীপ প্রতিনিধি রাবেয়া সুলতানা সেতু প্রমুখ। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়।