
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরন করেছেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ী ও গাবগাছি এলাকায় বন্যা কবলিত এলাকার ২০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ও গজারিয়া ইউনিয়নের ২৭০টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
এসব ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মন্ডল, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা প্রমুখ।
এদিন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বন্যা কবলিত ফুলছড়ি ও গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।