
গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুরিয়া গ্রামের ব্রম্মপুত্র নদীতে বালুবাহী ট্রলার থেকে পড়ে গিয়ে সুলতান জুয়েল হাওলাদার (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুলতান জুয়েল হাওলাদার এর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ধাপরঘাটি গ্রামে।
জানা গেছে, গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার সুলতান জুয়েল হাওলাদার বাগুরিয়া এলাকায় বালুবাহী ট্রলার থেকে হঠাৎ নদীর পানিতে পড়ে ডুবে যায়। পানিতে ডুবে যাওয়ার পরপরই তার সহকর্মী তৈয়ব আলি স্থানীয় লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসলেও নদীতে শ্রোত থাকার কারণে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা।
পরবর্তীতে গাইবান্ধা ফায়ার ষ্টেশনে খবর দিলে ফায়ার ষ্টেশনের একটি টিম এসে অনেক খোঁজাখোঁজি করেও উদ্ধার করতে না পেড়ে রংপুর ফায়ার স্টেশনের ডুবুরী দলকে খবর দিলে তাদের সহয়তায় দীর্ঘ ১৬ ঘন্টা পর ২৪ জুলাই শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। গাইবান্ধা ফায়ার স্টেশন অফিসার মোঃ বখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
নিহত সুলতান জুয়েলের সহকর্মী তৈয়ব জানান, জুয়েল বিকেলে ট্রলারে বসে থাকতে অসুস্থ বোধ করে। এরপর হঠাৎ সে নদীতে পড়ে যায়। তার কিছুটা খিচুনী রোগ ছিলো বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাইবান্ধা সদর থানার এসআই অনন্ত কুমার বর্মন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।