গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ রতিন দাস (২২) নামে একজনকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, ২২ জুলাই বুধবার রাত অনুঃ ০২.০৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আরিফ ও এসআই আমিনুলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার তালুককানুপুর ইউপির মথুরাপুর পাড়াস্থ রতিন দাস (২২) পিতা-নিবারন দাস, সাং-মথুরাপুর বসতবাড়ী সংলগ্ন নিজ নামীয় জমিতে চাষ করা গাঁজার গাছ, উচ্চতা অনুঃ ৮ ফুট, ওজন ২ কেজি উদ্ধার পূর্বক রতিন দাসকে আটক করে। উদ্ধারকৃত গাঁজার গাছের মূল্য অানুমানিক ১০ হাজার টাকা। উল্লেখ্য যে, আসামি পেশাদার মাদক সেবনকারী। আসামি রতিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।