গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, গতরাত ১.৩০ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই তয়ন, এসআই মোবারক ও এএসআই মাসুদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের বাঁধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী নাবিল পরিবহন বাস আটক পূর্বক তল্লাশি করে বাসে থাকা যাত্রী আসামি স্বামী (১) শফিকুল ইসলাম (৩৫) পিতা-মৃত হাসেন শেখ, (২) নাজমুন্নাহার (৩০) স্বামী-শফিকুল ইসলাম, উভয় সাং-বড়গ্রাম (চিলাহাটি পাড়া) থানা-কোতোয়ালি, জেলা-দিনাজপুরদ্বয়কে আটক পূর্বক স্ত্রী নাজমুন্নাহার এর বডিতে বিশেষ কায়দায় ফিটিং করা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, এরা স্বামী-স্ত্রী হিসাবে প্রায়ই ঢাকায় ফেন্সিডিল বহন করে আসছিলো। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য অনুমানিক ৩৪ হাজার টাকা। আসামি শফিকুলের বিরুদ্ধে ঢাকায় আদালতে আরো একটি মাদক মামলা বিচারাধীন আছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।