গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছোট সোহাগী মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে ৩০ জুলাই সকাল ১১টায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থয়ানে এককালীন অনুদান সরুপ ৫টি লোহার খাট, ঈদুল আজহা উপলক্ষে বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে ৭টি লুঙ্গি, ১৩টি শাড়ি এবং ১টি খাসি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মণ।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল, থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান, বৃদ্ধাশ্রমের সভাপতি আপেল মাহামুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া বৃদ্ধ-বৃদ্ধদের শারীরিক সুস্থতা ও খাওয়া দাওয়া খোঁজ খবর নেন এবং বৃদ্ধাশ্রম চত্বরে স্মৃতি হিসাবে ২টি ফলজ গাছ লাগান।