গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউপির ছোট সোহাগী গ্রামের মেহেরুননেছা বৃদ্ধাশ্রম ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের জীবন-যাপনের চিত্র ঘুরেফিরে দেখেন।বৃদ্ধ-বৃদ্ধারা পুলিশ সুপার কে কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে পরেন। এবং তাদের প্রতি মাসের খাবারের জন্য প্রয়োজনী চাল সরবরাহ করা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখার নিমিত্তে পুলিশ সুপার জন্য প্রাণ খুলে দোয়া করেন। পুলিশ সুপার ও তাদের পাশে থাকবার কথা দেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার বৃদ্ধাশ্রম চত্বরে একটি নারিকেল গাছ লাগান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু খায়ের ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানও একটি করে গাছ লাগান।