
গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।
এসময় র্যাবের ১ জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ সূত্র জানায়, র্যাবের কাছে তথ্য ছিল, গেল রাতে এক দল ডাকাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী ডাকাত দল র্যাবের উপর গুলি করে, র্যাবের টহল দল আত্মরক্ষায় পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।