
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় গতকাল ২২ জুলাই বুধবার সদর উপজেলার কামারজানি ইউনিয়নে খারজানিতে পানিবন্দী বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ৪শ’ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল মতিন। এসময় খাড়জানি’র গুচ্ছগ্রামের বসবাসকারী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৭ আইটেমের ১৬.৫ কেজি ওজনের প্যাকেট এবং শাড়ি, লুঙ্গী, শিশু খাদ্যসহ ১৫ আইটেমের হাইজিন কিডস বক্স, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এ সময় সিভিল সার্জন এবিএম আবু হানিফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো: রেজওয়ান হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, পিআইও মো: আনিছুর রহমান, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুস ছালাম জাকির সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কামারজানি ও গিদারী ইউনিয়নের চরে পানিবন্দী লোকদের খোঁজ খবর নেন।