গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে উপজেলায় মহাসড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার(৩১জুলাই)ভোরবেলা ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া নুনদহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা হতে রংপুরগামী টাইলস বোঝাই কভার্ডভ্যানটি উক্তস্থানে পৌঁছিলে অপরদিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে টাইলস বোঝাই কাভার্ড ভ্যানে থাকা ৩জন যাত্রী নিহত এবং পাঁচজন যাত্রী আহত হয়। তারা ঢাকা থেকে বাড়ী ফিরছিল।
নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার বানেস্বর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশিকুর রহমান (৫৬), গঙ্গাচড়া উপজেলার কিশমতপুর গ্রামের মল্লিক আলীর ছেলে সাহেব মিয়া (৩০), একাই উপজেলার ইসমতপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে কাজল মিয়া (৩২)। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, ভোর সাড়ে ৫ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে#