
গাইবান্ধায় নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমিক রেজিষ্ট্রেশনে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি বাতিলসহ ৫ দফা দাবিতে ৭ জুলাই মঙ্গলবার গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে ছাত্রদের এক বছরের বেতন-ফি মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ব্যতীত অনলাইন শিক্ষা কার্যক্রম বাতিলের দাবি জানান। সেইসাথে জেলা ও উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের ব্যবস্থা ও সরকারি আয়োজনে বিনামূল্যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতসহ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক ছাঁটাই বন্ধেরও দাবি জানান।