
এক কোটি টাকার জাল নোটসহ টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) । রাজধানীর বড় মগবাজার এলাকায় একটি জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে ।
আজ সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত র্যাব-২ সদস্যরা এই অভিযান চালিয়েছে।
র্যাব-২ এর উপঅধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজধানীর বড় মগবাজারে অভিযান চালিয়ে জাল টাকার কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে থেকে এক কোটির বেশি জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দসহ রিফাত ও পলাশ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত এখন টাকা ছাপানোর কাজ চলছিল।’
র্যাব জানায়, ঈদুল আজহায় গবাদি পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এই চক্রটি। তাদের বানানো এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করছিল ১৮ থেকে ২০ হাজার টাকায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্রবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।