
দেশে গত ২৪ ঘণ্টায় ৩,১৪১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১,১৭১ জনে। আক্রান্তের হিসেবে মৃত্যু হার ১.৩৪%। খবর বিবিসি বাংলার
মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭,৫২০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন ৬০টি পরীক্ষাগারে ১৪,৫০৫ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে।
এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮,৭৩০জন। আক্রান্তের হিসেবে সুস্থতার হার ২১.৪০%।
এদিকে, জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭৭ লাখ ৮৯ হাজার ২৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ১৭৩ জনের।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী পাঁচ জন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, সিলেট বিভাগে ২ জন, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১জন করে মৃত্যুবরণ করেছেন।
হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় মারা গেছেন ১১ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।