
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উত্তর ধুমাইটারী ও তালুক বেলকা এলাকায় তিস্তার শাখা নদীর উপরে দীর্ঘকালও নির্মাণ করা হয়নি ব্রিজ। ফলে বাধ্য হয়ে এলাকার মানুষ চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ কাজ শুরু করেন। বর্তমানে সেই বাঁশের সাঁকোটির নির্মাণ কাজও অর্থাভাবে আটকে গেছে।
এলাকাবাসীরা জানায়, উপজেলার দহবন্দ ও বেলকা ইউনিয়নের সহস্রাধিক মানুষ ওই নদী পার হয়ে জেলা শহরসহ বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। সেখানে নৌকা দিয়ে পারাপার করতে হয় দু’পারের এলাকার মানুষদের। এমন পরিস্থিতির শিকার মানুষেরা ওই স্থানে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসলেও, দীর্ঘদিনেও তাদের এ দাবি পুরণ হয়নি।
এ বিষয়ে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ বলেন, ওইস্থানে ব্রিজ নির্মাণের জন্য উপজেলা পরিষদ সভায় একাধিকবার প্রস্তাব করা হয়েছে। সেখানে যেন ব্রিজ নির্মাণ হয়, সে চেষ্টা শতভাগ রয়েছে।