
সন্ত্রাস, জঙ্গি, মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহীল জামানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্ব এসআই, এএসআইসহ সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে গত ২৩/০৬/২০ তারিখে অভিযান পরিচালনা করিয়া সুন্দরগঞ্জ পৌরসভাস্থ সুন্দরগঞ্জ মডেল সরাসরি প্রাথমিক বিদ্যালয় মাঠ হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী লাজু সরদার (৪০), পিতা-মৃত কামাল সরদার, সাং-সুন্দরগঞ্জ পৌরসভা ৩ নং ওয়াড, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা কে ১২ পিচ ইয়াবা ও ২১ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। পরে ধৃত আসামী লাজু সরদার এর দেওয়া তথ্য ও তার দেখানো বসত ঘরের ভিতর শোকেজের এর মধ্যে রাখা দুটি পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে সাক্ষীদের সামনে জব্দ করা হয়। সুত্রে জানা যায়, লাজু সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসিতেছে। তাহার বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। চলমান এ মাদক অভিযান অব্যহত থাকবে।