গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ জন মাদককারবারীকে আটক করেছে।
৩১ মে রবিবার রাত অনুমানিক সাড়ে ১০ টার সময় গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ হাইস্কুলের উল্টো পাশে মেডিসিন প্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে মাদককারবারী মোয়াজ্জেম হোসেন (৪০) এর সাথে থাকা ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে। এই মাদককারবারী সাইড ব্যাগে করে ফেন্সিডিল গুলি নিয়ে ঢাকা যাবার জন্য অপেক্ষা করছিলেন।
আটককৃত মাদককারবারী মোয়াজ্জেম হোসেন (৪০) গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শিহিঁপুর মৃত জব্বার আলী মুন্সির ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য অনুমানিক ২০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।