
পাবনা সদরের গাছপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১৮০ পিস ইয়াবাসহ কামাল হোসেন মুন্না (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ জুন) রাতে এই অভিযান চালানো হয়। সে জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার স্বীকারোক্তি অনুসারে দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের পর আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে পুলিশে সোর্পদ করা হয়।