নিজস্ব সংবাদঃ (০৩ জুন ২০২০, বুধবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদে ২০/২১ সালের অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই প্রধান। এ সময় তিনি ১,০৫,৪০,০০০/- (এক কোটি পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা বাজেটের পরিমান উল্লেখ করেন। তিনি আরও জানান, উক্ত বাজেটের অর্থ উন্নয়নের লক্ষে সঠিক খাতে ব্যায় করা হবে। সেখানে উপস্থিত ছিলেন, দেউলী ইউনিয়নের সকল মেম্বার, ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জনসাধারণ।জনসাধারণের নিকট হতে আরও জানা যায় যে ইতিপূর্বে এমন উন্নয়নমূলক বাজেটের কথা তারা পূর্বের কোন চেয়ারম্যানের নিকট হতে জানতে পারে নি। এজন্য তারা নিজেরাই চেয়ারম্যানের এমন সততা ও নিষ্ঠার কাছে হতবাক।