
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের উপর দিয়ে যাওয়া পলাশবাড়ী-সাদুল্যাপুর সড়কের বেহাল অবস্থা।দেখার যেন কেউ নেই!
বর্তমান সরকার যখন সারাদেশের রাস্তা-ঘাট,ব্রীজ-কালভাটসহ নানা মূখী উন্নয়ন কাজে ব্যস্ত, ঠিক সেই সময়েই সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর,রাঘবেন্দ্রপুর,
কাঠাল লক্ষিপুর, লক্ষিপুর পলিপারা ও তাজনাগর এলাকার বর্ষাকালীন মৌসুমে গ্রামীণ জনপদের মূল রাস্তার বর্তমান এই বেহাল অবস্থা।
জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।