
করোনা ভাইরাস মোকাবিলায় সহায়তা করতে ৮ জুন বাংলাদেশে আসছে চীনা মেডিক্যাল টিম।
গতকাল বুধবার ঢাকাস্থ চীন দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংকটে বাংলাদেশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তার প্রতিশ্রুতির অংশ হিসেবে মেডিক্যাল টিম বাংলাদেশে আসছে।
বিশেষজ্ঞ এই মেডিক্যাল টিম দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে। এ সময় তারা করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল, পরীক্ষার স্থান ও কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশি ডাক্তারদের সঙ্গেও চিকিৎসা বিষয়ে মতবিনিময় করবে।