গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আরিফুজ্জামান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ৮ জুন সোমবার রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম বাটিকমারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আরিফুজ্জান গাইবান্ধা থেকে মটরসাইকেলযোগে পিয়াস (১৭) নামে এক যুবকের সঙ্গে ঢাকায় যাচ্ছিল। হঠাৎ করে বোয়ালিয়া এলাকায় পিছনের দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পিছনে থাকা ঐ যুবক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।