গাইবান্ধার গোবিন্দগঞ্জের করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মৃত্যু ব্যাক্তির নাম শ্রীবাস সরকার (৬০) সে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঔষধের দোকানদার। টিএমএসএস ল্যাবে পরীক্ষা করে গত ২০ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। তারপর থেকে তিনি বগুড়া মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন মঙ্গলবার দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর তথ্য মোহাম্মদ আলী হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খায়রুল বাসার মোমিন এবং একই সাথে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যু হলো।