
গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়াতে নতুন করে পৌর এলাকার ১৫টি বাড়িসহ পাশ্ববর্তী উভয় বাড়ি রেডজোন চিহ্নিত করে লকডাউন ঘোষনা করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার বিকাল ৫টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন সম্পর্কিত জেলা কমিটি’র সভায় গাইবান্ধা পৌর এলাকার ১৫ বাড়ি ও পাশ্ববর্তী এলাকা, সাদুল্লাপুর, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এলাকাগুলো রেড জোন, গ্রীন জোন ও ইয়েলো জোনে বিভক্ত করে লকডাউন করার সিন্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।