
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২২ জুন সোমবার দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল সংলগ্ন জেলা শহরের আর্দশ কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মারা যাওয়া ওই যুবকের নাম নয়ন (২৭)। তিনি গাইবান্ধা রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ে কলোনীর বাসিন্দা মৃত. আশরাফুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরের দিকে শহরের আদর্শ কলেজ এলাকায় নয়নকে রেললাইনে হাঁটাহাঁটি করতে দেখা যায়। কিছুক্ষণ পর লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস নামে ট্রেনটি গাইবান্ধা অতিক্রম করে। এরপর রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়া নয়নের দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।