
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১০৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে কয়েকজন কমেছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৬২ জন, যা এ পর্যন্ত একদিনের করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৬৩ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১৪ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে।
করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটায় সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।