
করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় সোমবার (১৮ মে) বিকেল ৪টার পর থেকে গাইবান্ধার সব মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. আবদুল মতিন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেন। জেলাবাসির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে করোনা প্রতিরোধ কমিটির সদস্য, ব্যবসায়ি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, সাংবাদিক ও ব্যবসায়ি সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ১০মে থেকে সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। কিন্তু গত আট দিন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট-দোকানপাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় পড়ে যায়। ফলে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি না মানায় আজ ১৮ মে সোমবার বিকেল ৪টা থেকে ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জনসাধারণের সুবিধার্থে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ কয়েকটি শর্তে মার্কেট, বিপণিবিতানসহ দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত সাত দিন পরিদর্শনে দেখা গেছে, ক্রেতা ও বিক্রেতারা শর্তের বিষয়ে অবহেলা করেছেন। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধের বিষয়টি বিবেচনা করে পুনরায় মার্কেট, বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার এবং ঔষধ এর দোকান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ইতোমধ্যে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে এবং জনস্বার্থে এ আদেশ ১৮ মে বিকাল ৪টা হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সকালে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাজিজের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা কৃষি অফিসার, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, এসএ টিভির গাইবান্ধা প্রতিনধি কায়সার প্লাবন প্রমুখ।