গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোর ৫টায় গোবিন্দগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সুদর্শন দেবনাথ (৩৮) পিতা নিবারন দেবনাথ সাং-চকরহিমাপুর, থানা- গোবিন্দগঞ্জ নামে একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন। উক্ত ব্যক্তি একজন গোবিন্দগঞ্জ বাজারের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সূদর্শন গত ১৫ মে থেকে জ্বর, সর্দি- কাশিতে অসুস্থ হয়ে পড়লে গোবিন্দগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ১৮ মে তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। রিপোর্ট আসবার আগে অদ্য ২২ মে ২০২০ খ্রিঃ ভোরে শ্বাস- প্রশ্বাস জনিত কারনে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে পরীক্ষা করে ভোর ৫ টায় মৃত ঘোষণা করেন। যেহেতু সে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও মহোদয়ের উপস্থিততে অদ্য সকাল ১০.৪৫ ঘটিকায় তার নিজ গ্রামে দাহ করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা সকল কে হোম কোয়ারান্টাইনে নেয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।