
গাইবান্ধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪ মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবায় অর্থ প্রদান কর্মসূচীর উদ্বোধণ করেন।
ঢাকা গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক মো: আবদুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, লেঃ কর্নেল ফারজানা বাসার, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ অন্যান্য কর্মকর্তা গণ। এছাড়া এই কর্মসূচির আওতায় বিভিন্ন পেশার সাথে যুক্ত ৫ জন অসহায় দরিদ্র কর্মহীন মানুষ সরাসরি মোবাইল বিকাশের মাধ্যমে অর্থ গ্রহন করেন।
উল্লেখ্য: করোনায় ক্ষতিগ্রস্থ সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় ৭২ হাজার দরিদ্র পরিবারের মাঝে সরাসরি অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, বেকারত্ব ঘুচানোর জন্য পল্লী ব্যাংকসহ অর্থলগ্নীকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ বিনিয়োগ করা হবে।