
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার ৪ মে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে তিনি গাইবান্ধার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এ ভিডিও কনফারেন্সে যোগ দেন।
সোমবার সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতা, লে. কর্ণেল ফারজানা বাশার, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, গাইবন্ধা পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেয়া রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করে।
এর আগে প্রধানমন্ত্রী ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন।