
বেশী করে করোনা টেষ্টের ব্যবস্থা কর, চিকিৎসা দাও, মানুষ বাঁচাও’ এই স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশব্যাপী ২৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। সোমবার (১১ মে) নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রাখতে ছাতা ব্যবহার করে সিপিবি গাইবান্ধা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান চলাকালে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমটিরি সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে রাজনীতি না করে চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ডাক্তারসহ সকল পেশাজীবি সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দলের সমন্বতি উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
বক্তারা, দীর্ঘ মেয়াদী এই করোনারোধে জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থাকরণ, করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স, আয়া, পরিচ্ছন্নকর্মী, সেনাবাহিনী, পুলিশ, গণমাধ্যমকর্মীসহ সংশিষ্ট সকলকে পর্যাপ্ত পিপিইসহ সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী বরাবর সিপিবি কেন্দ্রীয় কমিটির ২৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা সিপিবির পক্ষ থেকে সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফের হাতে তুলে দেয়া হয়।