নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নাইজারের কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী মোহাম্মদ বিন ওমর মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি টেলিভিশন টেলি সাহেলের খবরে তার মৃত্যুর ঘোষণা দেয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
টিভি চ্যানেলটিতে মৃত্যুর ঘোষণা দেয়ার আগে শ্রমমন্ত্রী মোহাম্মদ বিন ওমরের সম্প্রতি করা একটি বার্তা বারবার প্রচার করা হচ্ছিল।
ওই বার্তায় তিনি শ্রমিকদের প্রতি নিজেদের রক্ষার আহ্বান জানিয়ে বলছেন, ‘কোভিড-১৯ একটি বাস্তবতা। এটি মারাত্মক। এটি খুনি। এটি আলোর গতিতে ছড়ায়। এ ভাইরাসকে বিদায় জানাতে আমরা আমাদেরকে নিমন্ত্রণ করবো। ভাইরাসটি ধ্বংস করার একমাত্র অস্ত্র শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।’
১৯৬৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা বিন ওমর দেশটির সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) নেতৃত্বে ছিলেন। নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদ ইউসুফের ডেমোক্রেসি অ্যান্ড সোস্যালিজমের সঙ্গে পিএসডির জোট গঠন করে।
নাইজারে নভেল করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ জন। ইতোমধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে সব সীমান্ত, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়।