বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে মুসলিমপ্রধান সৌদি আরবও। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে কারফিউ চলছে। এমন অবস্থার উন্নতি না হলে সৌদি আরবে পবিত্র রমজান মাসে তারাবিহ এবং ঈদের নামাজ ঘরে বসে পড়তে হবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ।
আজ শুক্রবার সৌদি আরবের সংবাদপত্র ওকাজ এই খবর জানিয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন। এখন পর্যন্ত ৯৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ দুদিন আগে বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর যে স্থগিতাদেশ আছে, তা মসজিদে তারাবিহ নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মসজিদ বা বাসায় যেখানেই তারাবিহ আদায় করা হোক, তা সর্বশক্তিমান আল্লাহ যেন কবুল করেন, আমরা সেই প্রার্থনা জানাই।’
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতি। সৌদি গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল আল-শাইখ এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে নেওয়া পদক্ষেপের কারণে তারাবিহের নামাজ মসজিদে পড়া সম্ভব না হলে তা বাড়িতেই যাবে।’ ইফতার এবং ঈদের জামাতের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে বলে জানান তিনি।
ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র মাস রমজান আগামী সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই মাসে সন্ধ্যায় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে অতিরিক্ত হিসেবে তারাবিহের নামাজ পড়ে থাকে মুসলমানেরা।
তারাবিহ ও ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান জানানোর পাশাপাশি কারও মৃত্যু হলে জানাজার নামাজেও বেশি মানুষের সমাগম না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়।