
প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে নাটোরের সিংড়া ও বগুড়ার নন্দীগ্রামে ২৫০ জন শ্রমিক ধান কাটতে পাঠানো হল।
মঙ্গলবার ২৮ এপ্রিল এ কার্যক্রমের উদ্বোধন করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুতফুল হক।
সুন্দরগঞ্জ থানা পুলিশ, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ওইসব শ্রমিক পাঠানো হয়। এর আগে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয় শ্রমিকদের।
উল্লেখ্য, নাটোরে চলনবিলসহ দেশের বিভিন্ন চলতি অঞ্চলে ইরি-বোরোর ধান কাটা ও মাড়াই করার জন্য হাজার, হাজার শ্রমিক গাইবান্ধা অঞ্চল থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতি বছর যেয়ে থাকেন। কিন্তু এ বছর করোনার কারণে অনেক জেলায় লকডাউন থাকায় এবং কৃষি সেক্টরকে সচল রাখার নিমিত্তে প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম চালু করা হয়।