
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পুষ্প চন্দ্র দাশ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুষ্প চন্দ্র দাশ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের প্রফুল্ল চন্দ্র দাশের পুত্র।
পুলিশ জানায়, বুধবার ৮ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম, এএসআই আকতারুজ্জামান সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুষ্প চন্দ্রকে ২শ’ ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুষ্প দির্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচা-কেনা, সরবরাহ, সংরক্ষণ ও সেবনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
বিষয়টি নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা রুজু করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।